অঙ্গনা রিসোর্ট ২০০৪ সালে ১৮ বিঘা জমির ওপর জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার ভাই সৈয়দ আলী মুরাদ নির্মাণ করেন। গাজীপুরের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর গ্রামে অঙ্গনা রিসোর্টের অবস্থান । নগর জীবনের যান্ত্রিকতার বাহিরে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে অঙ্গনা রিসোর্ট গড়ে উঠেছে।
যা দেখবেনঃ
এখানে রয়েছে দুটি খেলার মাঠ, রয়েছে দুটি বিশালাকার পুকুর। মিটিং, প্রশিক্ষণ, কর্মশালা এবং ব্রেইন স্টরমিং বৈঠকের ব্যবস্থা। রয়েছে শিশুদের জন্য পুরো কেটারিংয়ের ব্যবস্থা। বিশাল জলাশয় রয়েছে। আছে একটি সুইমিং পুল, একটি ব্যাডমিন্টন কোট ও একটি ডির পার্কও রয়েছে এখানে। অঙ্গনার সবচেয়ে আকর্ষণ হচ্ছে সুন্দরবনের অপরূপ হরিণ। বিশালাকৃতির দুটি খাঁচায় রয়েছে অন্তত ১৬টি হরিণ। সঙ্গে হরিণের বাচ্চাও রয়েছে কয়েকটি। কয়েকটি বাঁশ বাগান পুকুরপাড়ের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
রয়েছে মাটির ঘর, আকর্ষণীয় একটি ফোয়ারা ও সুইমিং পুল। যা আগতদের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। এখানে রয়েছে একটি জামে মসজিদ। রয়েছে দুটি সড়কের নামফলক। এর মধ্যে একটি দীনা লায়লা এবং অপরটি এমদাদ সরণি। একটি বাংলোয় ১৪টি কক্ষ রয়েছে।
ভাড়া :
কটেজগুলোর প্রতিটি রুম ২৪ ঘণ্টার ভাড়া ৫ হাজার টাকা। পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য পুরো রিসোর্টের ভাড়া ৭০-৮৫ হাজার টাকা।
যেভাবে যাবেন :
নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসযোগে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া মহাসড়কের পাবুররাস্তা নামক স্থানে নামতে হবে। পরে পাবুররাস্তার মোড় থেকে এক কিলোমিটার দক্ষিণে সূর্যনারায়ণপুর গ্রামে অঙ্গনার অবস্থান।
রিসোর্টের নিরাপত্তাঃ
ভাওয়াল পরগনার লালমাটির পাহাড়বেষ্টিত এই রিসোর্ট। শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী দিয়ে পুরো রিসোর্ট এলাকা ঘেরা। সিসিটিভি ক্যামেরা রয়েছে পুরো রিসোর্ট এলাকায়। প্রাকৃতিকভাবে সাজানো বাগান।
Visited 4133 times, 1 Visits today