রয়েল রিসোর্ট দেশের একমাত্র হেরিটেজ রিসোর্ট। টাঙ্গাইলের ধনবাড়ীর জমিদার বাড়িতে গড়ে তোলা হয়েছে রিসোর্টটি। এই রিসোর্ট থেকে মধুপুর ন্যাশনাল পার্ক মিনিট বিশেকের দূরত্ব, ১৫ মিনিটের দূরত্বে রাবার বাগান ও কারখানা, আরেক দিকে মিনিট দশেকের দূরত্বে গারো আদিবাসীদের বাস। যমুনা সেতুও মাত্র আধা ঘণ্টার দূরত্বে অবস্থিত। এখানে থাকার জন্য প্যালেস (জমিদার বাড়ি), ভিলা, বাংলো ও কটেজ আছে। এগুলোর বেশির ভাগই শত বছরের বেশি পুরনো নবাববাড়ি।
এ ছাড়া আছে দিঘিতে মাছ ধরা কিংবা নৌকায় চড়া, ঘোড়ায় চড়ার ব্যবস্থা। আছে দুটি বড়সড় খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট ও ইনডোর গেমসের ব্যবস্থা। পিকনিকও করতে পারেন।
খরচ কেমন
রয়েল রিসোর্টে থাকতে প্রতি রাতে গুনতে হয় আড়াই হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।
যেতে চাইলে
মধুপুর-জামালপুর মহাসড়কের পাশের টাঙ্গাইলের ধনবাড়ীতে অবস্থিত এই রিসোর্টের দূরত্ব ঢাকা থেকে ৮০ মাইল। মহাখালী থেকে ধনবাড়ীর উদ্দেশে বাস যায়। ট্রেনে গেলে নামতে হয় জামালপুর স্টেশনে। বাকি পথ বাসে কিংবা গাড়ি-মাইক্রো ভাড়া করে যাওয়া যায়। রিসোর্ট কর্তৃপক্ষকে বললে তারাও গাড়ি পাঠায়।
Visited 2241 times, 1 Visits today